শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ‘ঠাকুর বাড়ি’র প্রাচীন মন্দির থেকে বুধবার মধ্যরাতে চুরি যাওয়া গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ এবং চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মো. কাজল (২২), মো.নাছির উদ্দিন(২২), জসিম উদ্দিন(৩৫), হৃদয় মিয়া(১৫), রহিছ মিয়া(৩৫)। তারা সকলেই ভোলাচংয়ের চৌধুরী পাড়ার বাসিন্দা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া পিতলের মূর্তিসহ যাবতীয় মালামাল উদ্ধার করে পুলিশ।
এর আগে ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী গত বৃহস্পতিবার নবীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করে।
শিক্ষক মানিক চক্রবর্তী বলেন, বুধবার ভোররাতে চুরি হওয়ার পর নবীনগর থানার আন্তরিকতায় বৃহস্পতিবার ভোর রাতেই আমাদের প্রাচীন দেবমূর্তিগুলি উদ্ধার করেছে। সে জন্য আমি ও আমার পরিবারের লোকজনসহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।
নবীনগর ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে সারারাত অভিযান চালিয়েছে। সারারাত আমরা ঘুমাইনি। ঘটনায় সব চুরি যাওয়া মালামালসহ ৫ জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।