শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল আলম নবীন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় ১৪ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দÐবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াভহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।