শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
আপন ভাইয়ের এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। ক্যারিবীয় ক্লাব ক্রিকেটে ঘটেছে এই ঘটনা।
বার্বাডোজের ব্রিজটাউনে টেন টেন ক্লাসিকের ফাইনালে গত সোমবার মুখোমুখি হয় অ্যারল হোল্ডার স্টার্স ও সিআরবি। অ্যারল হোল্ডার স্টার্সের হয়ে খেলছিলেন ডোয়াইন স্মিথ। প্রতিপক্ষ সিআরবি দলের পক্ষে খেলছিলেন তারই আপন ভাই কেমার স্মিথ।
অ্যারল হোল্ডার স্টার্সের ইনিংসের সূচনা করতে ওপেনিংয়ে ব্যাট হাতে নামেন ডোয়াইন। আর সিআরবির হয়ে বোলিং উদ্বোধন করতে আসেন কেমার স্মিথ। ভাই বলে অবশ্য ডোয়াইন এতটুকু ছাড় দেননি কেমারকে। ইনিংসের প্রথম ওভারেই কেমারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান ডোয়াইন।
ভাইয়ের ওভারে ছয় ছক্কা হাঁকালেও এরপর আর বেশি রান যোগ করতে পারেননি ডোয়াইন। ৪৬ রানে অ্যাশলে নার্সের বলে আউট হন তিনি। কেমার অবশ্য ভাইয়ের বিরুদ্ধেই ব্যাট হাতে নেমেছিলেন। তবে প্রতিশোধ নেওয়ার বদলে ডোয়াইনের বলেই গোল্ডেন ডাকের শিকান হন তিনি।
ডোয়াইনের ভাই কেমার অবশ্য এতটা পরিচিত নন। এখনো ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে সুযোগ হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে বেশ সুনাম কুড়িয়েছেন কেমার।