শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার ১৬ ডিসেম্বর সকালে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার, উপজেল ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মৃধা, মো. নিজামুল হক নান্না, আঃ রশিদ মৃধা , উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক রেদোয়ান সিকদার রিচান প্রমূখ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং ১৪টি অসহায় প্রতিকবন্ধি পরিবারকে বিনামূল্যে ইজিবাইক প্রদান করেছে। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে স্বাধীনতার সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে সূর্যোদয়ের সাথে সাথেই ভান্ডারিয়া কেন্দ্রিয় শহীদ মিনারে ভীড় করেন দেশপ্রেমি মানুষ। স্বাস্থ্যবিধির সীমাবদ্ধতা থাকলেও শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন বয়সি মানুষ । উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি জেপি, বিএনপি, প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ফুলে ছেয়ে যায় ভান্ডারিয়া কেন্দ্রিয় শহীদ মিনার। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলায় পোষ্ট অফিস রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ।