শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
আশুগঞ্জে বিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের বই পাওয়া অনিশ্চিত! মাধ্যমিক পর্যায়ের বই এসেছে ১২%, পৌঁছেনি প্রাথমিকের বই

আশুগঞ্জে বিদ্যালয় খোলার আগে শিক্ষার্থীদের বই পাওয়া অনিশ্চিত! মাধ্যমিক পর্যায়ের বই এসেছে ১২%, পৌঁছেনি প্রাথমিকের বই

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ

এলোমেলো শিক্ষাপঞ্জিতে এবার বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দও মাটি হচ্ছে শিক্ষার্থীদের। ইতোমধ্যে করোনার কারণে বাতিল করা হয়েছে বই উৎসব। স্কুল খোলার আগে শিক্ষার্থীরা কে কবে নতুন বই হাতে পাবে সেটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে সংশ্লিষ্টরা বলছেন, স্কুল বন্ধ থাকলেও পৃথক পৃথক ক্লাসের জন্য আলাদা তারিখ নির্ধারণ করে শিক্ষার্থী ও অভিভাবকদের স্কুলে নিয়ে এসে নতুন বই তাদের হাতে তুলে দেয়া হবে।
এ দিকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর করোনার কারণে বই উৎসব বাতিল করা হয়েছে। ফলে প্রতি বছরের মতো এবার ১ জানুয়ারি সব শিক্ষার্থী বই হাতে পাচ্ছে না। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির এ অবস্থা অব্যাহত থাকলে ছুটি আরো বাড়তে পারে, এমন ধারণাও পাওয়া যাচ্ছে। এই অবস্থায় কবে শিক্ষার্থীরা বই পাবে, এ নিয়ে নানা প্রশ্ন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে।
এদিকে ১ জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই স্কুলে না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই-ই স্কুলে স্কুলে পৌঁছে যাবার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এরিপোর্ট লিখ পর্যন্ত সব বই পৌঁছেনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম জানান, প্রাক-প্রাথমিকের চাহিদা অনুযায়ী ৮৩ হাজার বই পেলেও ‘এসো লিখতে শিখি’ নামক খাতা এখনো পৌঁছেনি। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের বরাদ্ধ দেয়া আছে ২৪ লক্ষ। কিন্তু ইতোমধ্যে পেয়েছেন সাড়ে ১৭ লক্ষ বই। এছাড়া সরাইল উপজেলায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোন বই-ই এখনো পৌঁছেনি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ইতোমধ্যে জেলায় মাত্র বরাদ্ধের ৭ পার্সেন্ট বই এসেছে। তবে নতুন বছরের প্রথম সপ্তাহের মধ্যে বই পৌঁছে যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন জানান, উপজেলায় মোট বরাদ্ধের মাত্র ১২ পার্সেন্ট বই পাওয়া গেছে। এরমধ্যে মাধ্যমিকের শুধুমাত্র অষ্টম শ্রেণীর ১৭ টি বইয়ের মধ্যে ৭টি বই ছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এবং দাখিলের (ষষ্ঠ-নবম) কোন বই-ই এখন পর্যন্ত পৌঁছেনি। এছাড়া ইবতেদায়ীর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোন বই পাওয়া যায়নি।
আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার জানান, উপজেলায় প্রাক-প্রাথমিকের মোট বরাদ্ধেও ৪৫শ বই পেলেও ‘এসো লিখতে শিখি’ নামক খাতা এখনো পাওয়া যায়নি। এছাড়া উপজেলায় ১ লক্ষ ৩৯ হাজার ৩শ ৫০ মোট বরাদ্ধের মধ্যে ৩০ হাজার বই এখনো পাওয়া যায়নি। আবার পঞ্চম শ্রেণীর ৩টি ও চতুর্থ শ্রেণীর ২টি বিষয়ের বই এখনো আসেনি।
ফলে বছরের শুরুতে এমনকি স্কুল খোলার আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছবে কিনা এনিয়ে সংশয় দেখা দিয়েছে।
উদ্বিগ্ন অভিভাবকদের অনেকেই জানান, স্কুল বন্ধ থাকবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। এই ছুটি বাড়ারও সম্ভাবনা রয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে শিক্ষার্থীরা তাদের নতুন বছরের বই হাতে পাবে কবে?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana