শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর।
এদের মধ্যে ৩২ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে দুটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে। এ সময় শিয়াল দুটি গ্রামের নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষকে কামড়ে আহত করে ফেলে। পরে স্থানীয় লোকজন আহতদেরকে ঊদ্বার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয় লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, গতকাল সন্ধ্যার দিকে শিয়াল দুটি গ্রামের ভেতরে ঢুকে পড়ে এবং মানুষদেরকে কামড়াতে শুরু করে। মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রায় ৫০/৬০ জনকে কামড়ে ফেলে। অনেকের ঘরের ভেতরে ডুকেও কামড়াতে থাকে। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে আহতদের উদ্ধার করে এবং শিয়াল দুটোকে তাড়া করে দুটির মধ্যে একটিকে মেরে ফেলে। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসন বলেন, শিয়ালের কামড়ে কেউ কম, কেউ বেশি আহত হয়েছেন। সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে, কারো ভ্যাকসিনের প্রয়োজন হলে রোববার (৩ জানুয়ারি) দেয়া হবে।