শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন
আশুগঞ্জ সার কারখানার এমএলএসএস মো. বোরহান উদ্দিন হত্যার রহস্য উন্মোচিত;হত্যাকারী আটক

আশুগঞ্জ সার কারখানার এমএলএসএস মো. বোরহান উদ্দিন হত্যার রহস্য উন্মোচিত;হত্যাকারী আটক

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার এমএলএসএস মো. বোরহান উদ্দিন হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এই ঘটনায় বোরহানের মূল হত্যাকারী মো. দেলোয়ার হোসেন (৪২) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যাকারী কে আশুগঞ্জ থানা পুলিশ হাজারীবাগ থানা এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী দেলোয়ার হোসেন ঢাকার হাজারীবাগ এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

ঘটনার দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ঘাতক দেলোয়ার । সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার (১ জানুয়ারি) রাতে উপজেলার চরচারতলা এলাকার আশুগঞ্জ সার কারখানার আবাসিক কলোনীর এফ-১/এইচ নাম্বারের চারতলা ব্যাচেলর বাসা থেকে বোরহান উদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের লোকজন এসে বোরহানের লাশ সনাক্ত করেন। এই ঘটনার পরদিন ২ ডিসেম্বর নিহতের ছেলে আব্দুল্লাহ ফারুক (১৯) বাদি হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘাতক দেলোয়ার পেশায় একজন হকার। সে ঢাকা নিউ মার্কেটের ২নং গেইটে মেয়েদের কামিজ (ওয়ানপিছ) এর হকারি করে। মৃত বোরহান উদ্দিন বাহারের সাথে তার ১৫ বছর আগে বন্ধুত্ব হয়। প্রায় সময় বোরহান উদ্দিন বাহারের সাথে আসামীর মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর বিকালে বোরহান উদ্দিন বাহার ফোন করে দেলোয়ারকে আশুগঞ্জ ফার্টিলাইজারে আসতে বলে। দেলোয়ার ২৮ ডিসেম্বর রাতে আশুগঞ্জ ফার্টিলাইজারে পৌছায়। বোরহান উদ্দিন বাহার তাকে কলোনীর গেইট হতে রিসিভ করে তার কক্ষে নিয়ে যায়। ঐ দিন রাতে বোরহান উদ্দিন বাহার ও আসামী মিলে মুরগীর মাংস ও ভাত রান্না করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন ২৯ ডিসেম্বর সকালে বোরহান উদ্দিন বাহার দেলোয়ারকে তার অফিসে নিয়ে যায় এবং তার কলিগ সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। অফিস থেকে ফিরে বিকালে তারা ভৈরব ব্রিজ দেখতে যায়। রাতে রুমে ফিরে পূর্বের দিনের রান্নাকরা মুরগীর মাংস দিয়ে রাতের খাওয়া দাওয়া শেষে বোরহান উদ্দিন বাহার ও দেলোয়ার বোরহানের অফিসিয়াল কাজ করতে থাকে। যার মধ্যে ব্যাংকের চেকের কাজও ছিল। কাজ করতে করতে ৩০ ডিসেম্বর সকাল হয়ে যাওয়ায় বোরহানকে কাজ বন্ধ করতে বলে দেলোয়ার। এসময় বোরহান দেলোয়ারের সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে ধাক্কা দেয়। এতে দেলোয়ার উত্তেজিত হয়ে বোরহান উদ্দিন বাহারকে ধাক্কা দিলে খাটের সাথে লেগে বাহার আঘাত পেয়ে দেলোয়ারকে পুনরায় আঘাতের জন্য আসলে দেলোয়ার তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘরের দেয়ালের সাথে লেগে বোরহান উদ্দিন বাহারের মাথার ডান পাশের পিছনে আঘাত লেগে রক্তাক্ত হয়। এসময় বোরহান উদ্দিন বাহার খাটের উপর উপুুড় হয়ে পড়ে যায়। আসামী দেলোয়ার তাকে ধরে খাটের দক্ষিণ পাশে ফ্লোরে শুইয়ে দেয়। বোরহান উদ্দিন বাহারের মাথার নীচে বালিশ দিয়ে তার শরীরে মালিশ করতে থাকে। এতে ভিকটিমের কোন সাড়া শব্দ না পেয়ে আসামী দেলোয়ার বাহিরে কেউ আছে কিনা দেখতে যায়। দেলোয়ার ফিরে এসে তার শরীরে হাত দিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে মৃত্যু হয়েছে জেনে কম্বল ও কাঁথা দিয়ে মৃতদেহ মোড়িয়ে বাহির হতে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, ঘটনার সাথে জড়িত আসামী দেলোয়ার হোসেনকে ঢাকার হাজারীবাগ একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামী দেলোয়ার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana