শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর দাখিল করেছেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির ৬সদস্য।
বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ চত্বরে লিখিত অভিযোগ পাঠদান করেন পরিচালনা কমিটির সদস্য আবুল ফায়েজ। এই সময় পরিচালনা কমিটির সদস্য মো: গোলাম রসুল,ইউসুফ আহাম্মদ,মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি যোগসাজসে বিদ্যালয়ের আয় ব্যয়,বিল বাউচারসহ সকল কিছু হিসাব নিকাশ না দিয়ে অর্থ আত্বসাৎ করার অভিযোগ করেছেন ।
এই দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোরুল হাসান ভুইয়া অভিযোগটি মিথ্যা ষড়যন্ত্র বলে দাবী করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাররাফ হোসেন ইকবাল বলেন;যাদের কাছে অভিযোগ দিয়েছেন তারা তদন্ত করুক।