শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ধর্ষণ মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হয় এক নারী। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর (৩০) ও তার সহযোগী মাহবুব আলম (৩১)কে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো নুরুল আবছার শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান। র্যাব জানায়, চট্টগ্রামে ধর্ষণ মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হয় এক নারী। উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী গত ৩০ নভেম্বর নগরীর আকবর শাহ থানায় ৬ জনকে আসামি করে অজ্ঞাতনামা ৪ জনসহ মোট ১০ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই ঘটনার আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে শুক্রবার রাতে র্যাব জানতে পারে যে, উক্ত ধর্ষণ মামলার আসামিরা ডেবারপাড় এলাকার ব্রিক ফিল্ড রোডস্থ বায়তুল মুনাফ জামে মসজিদের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আলমগীর (৩০) বায়েজিদের জামতলা ডেবারপাড় এলাকার আব্দুল লতিফের ছেলে ও তার সহযোগী মাহবুব আলম (৩১) একই এলাকার মৃত শেখ নুর আহাম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
সুত্র মানবজমিন