শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
সকল নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, ঐ সকল মোহনা থেকে খুটা জাল,নেট জাল, বেহেন্দি জাল উচ্ছেদ করতে হবে, মৎস্য বিভাগের সকল পর্যায়ের প্রকল্পে মৎস্যজীবী জেলে সমিতির প্রতিনিধি অন্তরর্ভূক্ত করতে হবে সম্বলিত ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজিবী জেলে সমিতি পিরোজপুর জেলা শাখা। বুধবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা প্রসাশক কার্যালয় চত্ত¦রে এসকল দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজিবী জেলে সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের খাঁন, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মিয়াজী শামীম আহমেদ, প্রচার সম্পাদক ওমর ফারুক প্রমূখ।
পরে পৃথক ভাবে জেলা প্রসাশকের পক্ষে অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক), পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি পিরোজপুর জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।