শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
৪১ কাউন্সিলর প্রার্থীর ৩০ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোননি!

৪১ কাউন্সিলর প্রার্থীর ৩০ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোননি!

এবারের তৃতীয় ধাপের বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৪১ জন প্রার্থীর মধ্যে ৩০ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী রফিকুল ইসলাম একমাত্র এমএ পাস।

প্রার্থীদের দেয়া হলফনামা ঘেঁটে জানা গেছে, ৪১ প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে স্ব-শিক্ষিত ১১ জন। অষ্টম শ্রেণি পাস করেছেন আটজন। এসএসসি পাস প্রার্থীর সংখ্যা ১ জন ও এইচএসসি পাস দুজন। আর বিএ অর্নাস পাস মাত্র একজন, একজন ফাজিল পাস ও বিএসএস একজন এছাড়া সংরক্ষিত আসনে স্ব-শিক্ষিত আটজন প্রার্থী। আর অষ্টম শ্রেণি পাস ৩ জন। এসএসসি একজন ও দাখিল পাস দুইজন প্রার্থী।

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ২ জনের মধ্যে সাঈদুল ইসলাম মিলন এইচএসসি পাস। ২ নম্বর ওয়ার্ডের তিনজন প্রাার্থীর মধ্যে কালিদাস কুমার সরকার বিএ অর্নাস পাস করেছেন। অন্য দুইজন স্ব-শিক্ষিত।

৩ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীর কেউ-ই মাধ্যমিকের গন্ডি পেরোননি। এই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের (১,২,৩ ওয়ার্ড) ছয়জন প্রাার্থীর মধ্যে তিনজন অষ্টম শ্রেণি পাস ও তিনজন স্ব-শিক্ষিত।

৪ নম্বর ওয়ার্ডে দুইজন প্রার্থীর মধ্যে রহমত আলী অষ্টম পাস ও শাহিরুল ইসলাম স্ব-শিক্ষিত। ৫ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে আব্দুল হাই
ফাজিল পাস। আর মোয়াজ্জেম হোসেন ও সাইফুল ইসলাম অষ্টম শ্রেণি পাস এবং আলতাব আলী স্ব-শিক্ষিত।

৬ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে বেলায়েত হোসেন আদর বিএসএস পাস ও আব্দুল মমিন এসএসসি পাস। আর এ রাজ্জাক অষ্টম শ্রেণি পাস ও আখতারুজ্জামান স্ব-শিক্ষিত। সংরক্ষিত মহিলা আসনের (৪,৫,৬ ওয়ার্ড) চার প্রার্থীর মধ্যে নূরুন্নাহার ও হাসনা বানু দাখিল পাস। অন্য দুইজন স্ব-শিক্ষিত।

৭ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীই কেউ মাধ্যমিকের গন্ডি পেরোননি। ৮নং ওয়ার্ডের রেজাউল করিম বকুল এসএসসি পাস। অন্য দুইজন স্ব-শিক্ষিত।

৯ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম এমএ পাস। আবু সাঈদ মিলন এইচএসসি ও ফজলুর রহমান স্ব-শিক্ষিত। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের চারজন প্রার্থীর একজন এসএসসি পাস ও অন্যরা স্ব-শিক্ষিত।

এ বিষয়ে জানতে চাইলে মুনসুর হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভায় উচ্চশিক্ষিত জনপ্রতিনিধি ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নসহ নাগরিকসুবিধা সুনিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।’

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার আব্দুস সালাম বলেন, আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভার নির্বাচন। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৭৩ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৪৪ জন এবং মহিলা ৮ হাজার ৩২৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana