শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আল-আমীন-(৩৮)। সে একজন ভ্যান চালক। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭টার দিকে পৌর শহরের পুনিয়াউট এলাকায়।
নিহত আল-আমীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। আহত অন্য দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের পুনিয়াউট চৌরাস্তার মোড়ে বেকারী ভ্যানের চালকেরা শহরের বিভিন্ন দোকানে পণ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সে সময়ে চট্টগ্রাম থেকে নরসিংদী অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ফুটপাতের একটি দোকানে ঢুকে পরে ও বৈদ্যুতিক খুঁটিসহ চারটি বেকারীর মালভর্তি ভ্যান রিক্সাকে চাপা দেয়। এতে তিন জন ভ্যান চালক আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভ্যান চালক আল-আমীন মারা যায়। এ ঘটনায় সড়কে প্রায় আধা ঘন্টার মতো যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ কিছু অংশে দুপুর নাগাদ বিদ্যুৎ ছিলো না।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।