শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
কাঠালিয়ায় এসিল্যান্ড ও নাজিরের ঘুষ আদায়ের অভিযোগ ! ঘটনার ১০দিনেও অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান ব্যতীত কোন ব্যবস্থা নেয়া হয়নি

কাঠালিয়ায় এসিল্যান্ড ও নাজিরের ঘুষ আদায়ের অভিযোগ ! ঘটনার ১০দিনেও অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান ব্যতীত কোন ব্যবস্থা নেয়া হয়নি

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় মের্সাস ত্বহা ব্রিকস ফিল্ডে অনিয়মের অজুহাত এনে ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে ও দুইজনকে আটক করে অফিসের নাজির মাঈনুলের সহায়তায় মালিক পক্ষের কাছ থেকে চার লাখ টাকা আদায় করা হয়। আদায়কৃত চার লাখ টাকার দুই লাখ টাকার রশিদ দেয়া হয় এবং বাকী দুই লাখ টাকা আত্মসাৎ করে। এসিল্যান্ড ও নাজিরের ঘূষ আদায়ের আলোচিত এ ঘটনার ১০দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ব্যতীত কোন ব্যবস্থা নেয়া হয়নি। আদায়কৃত ঘুষের টাকা বিভিন্ন ব্যাংকে লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অপরদিকে এসিল্যান্ড ও নাজিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সরকারি কাজ বাস্তবায়নে অনাপত্তি পত্রের জন্য ঘূষ দাবির অভিযোগে জনপ্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন উপজেলা মশাবুনিয়া গ্রামের অলিউল্লাহ আহাদ নামে এক বাসিন্দা। এছাড়া গত ২২ ডিসেম্বর বিভিন্ন উপজেলার আমুয়া ব্রিকস ফিল্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালান করেন এসিল্যান্ড সুমিত সাহা। এ সময় বাটার ম্যানেজার মোঃ হাফিজকে আটক করে ভূমি অফিসে নিয়ে আসেন। পরে দুই লাখ টাকা জরিমানা দিয়ে ম্যানেজার হাফিজকে ছাড়িয়ে নেয়া হয়। তবে ইট বাটার পক্ষকে এক লাখ টাকার রশিদ প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসিল্যান্ড সুমিত সাহা কাঠালিয়ায় যোগদানের পর থেকে ভূমি অফিস দূর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করে কাঠালিয়া থেকে প্রতি মাসে ৫-৭লাখ বিভিন্ন একাউন্টে পাঠান। প্রাপ্ত তথ্যানুযায়ী সিবানী সাহা, যমুনা ব্যাংক লিঃ, হিসাব নম্বর-০০৮৭০৩১০০০৮৬১৯ এ গত ২৪ জানুয়ারি তারিখে ২ লাখ টাকা, একইদিন রবিন সাহা, ওয়ান ব্যাংক লিঃ, হিসাব নম্বর-০১৫২০৫০০২৫৩৭৪ ১ লাখ টাকা, ২১ডিসেম্বর ২০২০ তারিখে ব্র্যাক এজেন্ট ব্যাংকের মাধ্যমে ১ লাখ ১৫ হাজার টাকা ১৫০৩২০৩৬২৯৪২৪০০ হিসাব নম্বরে পাঠানো হয়েছে। যার রিসিভ নম্বর ৪০৪৩২৯২৬৪৩৫৫। এ ছাড়া সুমিত সাহা, ডাচবাংলা ব্যাংক লিমিটেড ও নাজ প্রোপারির্টিজ, ব্র্যাক লিমিটেড হিসাব নম্বর-১৫০৩২০৩৬২৯৪২৪০০১ এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ঘুষের টাকা লেনদেন করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। এ ছাড়া ভূমি অফিসের কর্মচারী নাজির মাঈনুল ইসলাম চাকুরির তিন বছরের ব্যবধানে কোটিপতি বনে গেছেন। উল্লেখযোগ্য একাধিক স্থানে জমি ক্রয় ও আলিসান বাড়ি নির্মানসহ নামে-বেনাবে বিপুল অর্থ-সম্পাদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে জমির নামজারী প্রতি সরকারি নির্ধারিত ফি ১হাজার ১৫০ টাকা হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে ২৩ হাজার টাকা আদায়সহ নানা অভিযোগ রয়েছে।

ত্বহা ব্রিকস ফিল্ডের পার্টনার (মালিক) শাহিন আকন জানান, গত ২৫ জানুয়ারি দুপুরে মেসার্স ত্বহা ব্রিকস ফিল্ডে এসিল্যান্ড সুমিত সাহা, অফিসের নাজির মাঈনুলসহ অন্যান্য কর্মচারী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্য নিয়ে অভিযান চালায় এবং দমকল বাহিনী দ্বারা পানি দিয়ে কাঁচা ইট ও চুলায় পানি দিয়ে নষ্ট করে। এ সময় দশ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষুদ্ধ হয়ে ভাটার মূল মালিক মোঃ এনামুল হকের শ্বশুর হাবিবুর রহমান ও কর্মচারী মফিজুল ইসলামকে আটক করে ভূমি অফিসে নিয়ে যায়। অনেক অনুরোধের পর চার লাখ টাকা জরিমানা করা হয়। প্রথমে ২লাখ ৫০হাজার টাকা এসিল্যান্ড সুমিত সাহার অফিসে গিয়ে তাকে দেয়া হয়। টাকা কম হওয়ায় সে আরও ক্ষিপ্ত হয়। পরে এক ঘন্টা সময় নিয়ে আবার বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার -দেনা করে ১ লাখ ৫০হাজার টাকাসহ মোট ৪ লাখ টাকা পরিশোধ করি। টাকা পাওয়ার পরে আটকৃত দুইজনকে ছেড়ে দেয়া হয়। টাকার রশিদ চাওয়া হলে সুমিত সাহার স্বাক্ষরিত মামলার (নম্বর ০৫/২০২১) আদেশে (ক্রমিক নং ৪৮০৮২৩) এর দুই লক্ষ টাকার একটি রশিদ নাজির মাঈনুল প্রদান করেন। অবশিষ্ট দুই লাখ টাকা এসিল্যান্ড ও নাজিরের মধ্যে ভাগাভাগির বিষয়টি জানাজানি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমিত সাহা ও তার কর্মচারী নাজির মাঈনুলের মাধ্যমে বাটার মালিক পক্ষকে দুই লাখ টাকা ফেরত দিতে নানা চেষ্ট ও তদ্বির চালায়। ঘূষ কেলেঙ্কারীর এঘটনাটি ভিডিওসহ ফেইজবুক ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে।
ঘটনার তিনদিন পর ২৮জানুয়ারি জেলা প্রশাসক মোঃ জোহর আলীর স্বাক্ষরিত (স্মারক নং ৩১.১০.৪২০০.০১২.০৪.০২৬.১৮-১০১ ও ১০২) কারণ দর্শানো নোটিশ এসিল্যান্ড সুমিত সাহা ও নাজির মাঈনুলকে দেয়া হয়। কারণ দর্শানো নোটিশ জবাব তিন কার্যদিবসের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়। এসিল্যান্ড সুমিত সাহাকে দেয়া জেলা প্রশাসকের এ কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, মোবাইল কোর্টকে যেমনি প্রশ্নবিদ্ধ করেছে, তেমনি প্রশাসন ক্যাডারের ভাবমূর্তিও ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে মর্মে প্রতীয়মান হয়। আপনি এর দায়ভার কোনো ভাবেই এড়াতে পারেন না। আপনার এহেন কর্মকান্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ২ (খ) অনুযায়ী অসদাচরণের সামিল। এমতাবস্থায়, আপনার এহেন কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা ০৩ (তিন ) কার্যদিবসের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া প্রদান করেন।
নাজির মাঈনুল ইসলাম জানান, র্মেসাস ত্বহা ব্রিকস ফিল্ডের ভ্রাম্যমান আদালতে অর্থ আত্মসাৎ অভিযোগের ঘটনার সাথে আমি আদৌ জড়িত নয়। এসিল্যান্ড স্যারের নির্দেশ মোতাবেক আমি কাজ করেছি। এ বিষয়ে গত ২৮ জানুয়ারি ডিসি স্যার আমাকে শোকজ করেছেন এবং তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ০২-০২-২১ তারিখ আমি উক্ত শোকজের জবাব দাখিলের জন্য আমার কর্তৃপক্ষ এসিল্যান্ড স্যারের নিকট জমা দিলে খামটি খুলে পড়েন এবং রাগন্বিত হয়ে উহা গ্রহণ না করে আমাকে তাঁর রুম বের করে দেন। পরে ডাকযোগে পাঠাই। আর ডিসি অফিসের কপি আমি স্বশরীরে গিয়ে দাখিল করেছি।
সহকারী কমিশনার(ভূমি) সুমিত সাহা চার লাখ টাকা নেয়া অভিযোগ অস্বীকার করে জানান, অন্য কেউ টাকা নিয়েছে কিনা আমার জানা নেই। আমি দুই লাখ টাকা জমিমানা করেছি। জেলা প্রশসক স্যার বিষয়টি আমার কাছে জানতে চেয়েছেন।
কাঠালিয়া উপজেলায় দীর্ঘ ২২ বছর ধরে এসিল্যান্ড পদটি শূন্য থাকার পর গত বছরের ৮অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) পদে সুমিত সাহা কাঠালিয়ায় যোগদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana