শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কামাল উদ্দিনকে (৪৭) মারধরসহ লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। রাইদুর রহমান নামক এক যুবক তার লোকজন নিয়ে মঙ্গলবার রাতে পৌরশহরের কলেজপাড়ায় ওই প্রভাষকের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বুধবার সকালে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষক কামাল উদ্দিন। রাইদুর রহমান কলেজপাড়ার মৃত মুখলেছুর রহমানের ছেলে। ওই হামলার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। জানা গেছে, প্রভাষক কামাল উদ্দিন কলেজপাড়ায় তার সম্পত্তিতে নতুন স্থাপনার কাজ করছেন। এতে তার পাশের বাড়ির বাসিন্দা রাইদুর কাজ বন্ধ রাখার জন্য বাঁধা-নিষেধসহ হুমকি ধমকি দিয়ে আসছে। কিন্তু সব বাঁধা উপেক্ষা করে প্রভাষক কামাল উদ্দিন তার স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছেন। এতে ওই অভিযুক্ত যুবক রাইদুর মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে কলেজ পাড়ায় প্রভাষক কামাল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। তাদের দু’জনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে রাইদুর ক্ষিপ্ত হয়ে কামাল উদ্দিনের ওপর হামলা চালায়। এসময় প্রভাষক কামাল উদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করেন রাইদুর। এদিকে, এই ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। এ বিষয়ে রাইদুর রহমান জানায়, আমার বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষে কামাল উদ্দিন স্থাপনা নির্মাণ কাজ করছেন। এ বিষয়ে জিজ্ঞেস করায় ওনি আমাকে প্রথম থাপ্পর মারলে আমি পাল্টা আঘাত করি। তবে আমি এ কাজটি ঠিক করিনি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী দৈনিক মানবকণ্ঠকে বলেন, প্রভাষক কামাল উদ্দিনের ওপর হামলার ঘটনাটি নিন্দনীয়। তবে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।