শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় তেলবাহী বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের রেলপথ সচল হয়েছে। আজ শনিবার সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা করে। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হলো।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে ওই স্থানে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।