শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
যেখানেই সাংবাদিক নির্যাতন- সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন প্রিয় সাংবাদিক ভাইয়েরা; আর যদি একজন সাংবাদিক নির্যাতনের শিকার হয়। আর যদি কোনো সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। আর যদি কোনো সাংবাদিকের উপর হামলা করা হয়। সকল সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ রইলো বিএমএসএফ এর নেতৃতে প্রত্যেকটি জেলা-উপজেলায় গনপ্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের যার কাছে যে ধরনেরই কলম এবং মিডিয়া থাকুক না কেন তাই নিয়ে সাংবাদিক নির্যাতনকারীদের মোকাবেলা করতে হবে। মনে রাখবেন সাংবাদিক ভাইয়েরা, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের মেরুদণ্ড ভেঙ্গে দিতে একটি কুচক্রীমহল সক্রিয় রয়েছে। আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। এবারের আন্দোলন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এবারের আন্দোলন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষার আন্দোলন। এবারের আন্দোলন অপ-সাংবাদিকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন। এবারের আন্দোলন সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলন। এবারের আন্দোলন সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা রক্ষার আন্দোলন। এবারের আন্দোলন সাংবাদিকদের ১৪ দফা দাবী বাস্তবায়নের আন্দোলন। আপনিও যোগদিন, দাবি ও জনমত গড়ে তুলুন। একদিন আমাদের বিজয় হবেই হবে। যেখানে সাংবাদিক নির্যাতন-সেখানেই প্রতিবাদ। জয় হোক এদেশের সকল শ্রেণির মেহনতি সাংবাদিকের-জয়বাংলা। বিএমএসএফ, ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২১ খ্রী:।