শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
কাউখালী(পিরোজপুর)প্রতিনিধিঃ
১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে গরিব অসহায় এতিম ্ও বভঘুরে মানুষের মাঝে খাবার ্ও কম্বল বিতরন করেন। কাউখালি উপজেলার ডরমেটরীতে অসহায়দের সাহায্য করুন নামে একটি সংগঠন উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে দুই শতাদ্বীক শিশুদের মাঝে খাবার ্ও কম্বল বিতারন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ মাহাবুব হাসান শাকিব, সাধারন সম্পাদক কিসমত জাহান শারমিলা,যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর আদিব প্রমুখ।এসময় বক্তারা বলেন ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসার নামে বেহায়াপনা ও অশ্লীলতার ভিড়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে থেকে ভ’ল ধারনা মুছেদিতে আমাদের সংগঠনের মাধ্যমে চেষ্টা করেছি। গরিব অসহায় এতিম ্ও বভঘুওে মানুষের মাঝে একবেলা খাবার উপহার দিতে পেরে আমরা আনন্দিত। র্আও বলেন
সকলের প্রতি আমাদের আহ্বান সাবই যে যার অবস্থান থেকে সাধ্যমতো সহোযোগিতা ও ছোট ছোট এমন উদ্যোগ গ্রহন করে এসব মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।