শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২য় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী বখাটে মাসুমকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার তুষখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম আলগী পাতাকাটা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, আলগী পাতাকাটা গ্রামের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ওই ছাত্রীকে গত ১৮ ফেব্রæয়ারী সকালে খেলনা কিনে দেয়ার কথা বলে একই এলাকার বখাটে সাগর (১৮) পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সাগর (১৮) ও সহযোগি হিসেবে মাসুম (৩০) কে আসামী করে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত মাসুমকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপার্দ করা হয়েছে অন্য আসামীকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।