শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে টাউন ক্লাব সড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল,আরো বক্তব্য রাখেন (আসক) ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় সভাপতি মো: নুরুল্লাহ আল আমিন খান, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য হাসিবুল ইসলাম হাসান, আমার সংবাদের পিরোজপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম চৌধুরী, আমাদের কন্ঠ’র স্টাফ রিপোর্টার যোবায়ের আল মামুন, আসক ফাউন্ডেশন এর পিরোজপুর জেলা সভাপতি মো: ফরিদ হোসেন, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী হুমায়ুন কবির তালুকদার, গণকন্ঠ’র স্টাফ রিপোর্টার প্রমুখ ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এনামুল কবির সোহেল বলেন কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কের আমাদের ভাই, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কলম সৈনিকেরা কত অসহায়।কি নির্মম ভাবে গুলি বুকে নিয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে জাতির বিকেক রাস্তায়। রাস্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পদদলিত হচ্ছে রাষ্ট্রদ্রোহী কিছু দালালের কাছে।আমি হুশিয়ারি দিয়ে বলতে চাই কলম সৈনিক দের আর অবহেলিত ভাববেননা আমরা কলম দিয়ে যুদ্ধ করতে জানি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিকে একবার তাকিয়ে দেখেন শিক্ষা নিন তাদের থেকে, সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, ছালামের রক্ত যেমন বৃথা যায়নি তেমনি মুজাক্কির এর রক্ত আমরা বৃথা যেতে দেবনা। মুজাক্কির এর হত্যাকারী কে অবিলম্বে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে সঠিক বিচার করা হোক।এবং আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের বরিশাল বিভাগের সভাপতি মোঃ নুরুল্লাহ আল-আমিন প্রতিবাদী কন্ঠে বলেন কোম্পানিগঞ্জের মুজাক্কেরের হত্যার সাথে যারা জরিত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক সাজা দেওয়া হোক।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের দর্পন’র প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ fসমাচার’র জেলা প্রতিনিধি মো. মহিবুল্লাহ হাওলাদর, দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও সংবাদকর্মী মিঠুন কুমার রাজ প্রমূখ।