শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
বানারীপাড়ায় আর্থিক অনটনে ঝড়ে গেল মেধাবী স্কুল শিক্ষার্থীর মনিরের তাজা প্রান। শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

বানারীপাড়ায় আর্থিক অনটনে ঝড়ে গেল মেধাবী স্কুল শিক্ষার্থীর মনিরের তাজা প্রান। শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালের বানারীপাড়া উপজেলায় বলদিয়া মাধ্যমিক বিদ্যায়ের ১০ম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায়, স্কুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করছে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। এলাকার মহসিনের ছেলে মনির হোসেন বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর মেধাবী ছাত্র। গত শুক্রবার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের নিজ বাড়িতে রাতে গলায় ফাঁস লাগিয়ে মনির আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীরা ও অভিভাবকরা স্কুলের বিভিন্ন অনিমের অভিযোগ এনে ধারাবাহিক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকরা পরীক্ষার ফি সহ অন্যান্য পাওনাধি চেয়ে শিক্ষার্থীদের তিরস্কার করে। পাশাপাশি তারা স্কুলে তাদের বেতনের বিপরীতে কোন রশিদ না দেয়া, ওয়াই ফাই বিল বাবৎ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা, প্রাইভেট বন্ধ দিলে ১০ টাকা জরিমানা, বেঞ্চে দাড় করানো, স্কুল বন্ধকালীন সময়ে বিদ্যুৎবিল সহ অন্যান্য চাদা আদায় সহ অশোভনীয় আচরনের ও অভিযোগ তুলে। শিক্ষার্থীরা তাদের সহপাঠি মনিরের মৃত্যুর প্রকৃত কারন উৎঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করে। মহামারি করোনায় স্কুল কলেজ বন্ধের মধ্যে পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীরা জানায় আমাদের এবং আমাদের অভিভাবকদের অনুরোধে শিক্ষকরা পরীক্ষা নিয়েছে।এদিকে স্কুলের উপর বিভিন্ন অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মিহির কুমার রায় বলেন শিক্ষার্থীদের সকল অভিযোগ ভিত্তিহীন আমরা বরং মনিরের লেখাপড়ার সকল দায় দায়িত্ব নিয়েছি। ওর সকল পড়া লেখার খরচ ফ্রি করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে বিক্ষোভ করছে তা আমার বোধ গম্য হচ্ছে না, এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্ত্বার বলেন আমরা সর্বদা শিক্ষার্থীদের ভাল চাই। আমার একটা ঘোষনা আছে যে ফরম পূরনের জন্য কোন শিক্ষার্থী যেন আর্থিক সমস্যার কারনে বাধাগ্রস্থ না হয়। যে শিক্ষার্থী যা দিবে তার বাকী টাকা আমি দিব। এ প্রসংগে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন মনিরের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার মৃত্যুতে স্কুলের কর্মকান্ডে যদি কোন বিন্দু পরিমান দোষী হয় তাহলে তার সুষ্ঠ বিচার হবে, পাশাপাশি অন্য যে সব কারন রয়েছ তাও দেখা হবে। বিক্ষোভরত শিক্ষার্থীদের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার আশ্বস্ত করে বলেন তোমাদের অভিযোগের সত্যতার ভিত্তিতে আগামী সোমবার প্রকাশে এই সমস্যার সমাধান করা হবে। তার আশ্বাসে শিক্ষার্থী সোমবার পর্যন্ত তাদের কর্মসূচি স্থগীত করছে। এদিকে নিহত মনিরের মামা জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবৎ তার ভাইগ্না মনির পারিবারিকভাবে আর্থিক সমস্যায় ভূগতেছিল। পাশাপাশি স্কুল হতে পরীক্ষার টাকা চাওয়া ও তার মধ্যে হতাশার সৃষ্টি করেছে। তিনি বলেন নিহত মনিরের বাবা মহসিন দীর্ঘদিন ধরে তার শ্যালকের স্ত্রী জেসমিনের সাথে পরকিয়ায় মত্ত্ব ছিল। পরবর্তীতে তাকে বিয়ে করে তার সন্তান মনির সহ তিন সন্তানকে রেখে অন্যত্র থাকত। সন্তানদের কোন খোজ খবর রাখত না। মনিরের মাকে নানা ভাবে হয়রানী ও নির্যাতন করতো। মনিরের মামার অভিযোগ তার বাবা ও সৎ মায়ের জন্য মনির আত্মহত্যা করেছে। মনিরের মৃত্যুর দিন মনির তার বাবার কাছে ফোনে পরীক্ষার টাকা চাইলে তার বাবা টাকা না দিয়ে বরং তাকে তিরস্কার করে এবং বলে যা মর গিয়ে এমনটাও অভিযোগ করে মনিরের মামা। স্থানীয় ও শিক্ষার্থীদের জোর দাবী মনির যাদের কারনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana