শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কৃতি সন্তান পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. হায়দার আলী খান গতকাল তার নিজবাড়ি চিংগুড়িয়া গ্রামে আসলে এলাকাবাসীয় ভালবাসায় সিক্ত হন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার চাচা মোহাম্মদ আলি খান, চিংগুড়িয়া এন আই এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক খান, মোঃ জাকির গাজী, মোঃ মিলন খান। মো. হায়দার আলী খান চিংগুড়িয়া গ্রামের মৃত মহসিন খানের পুত্র। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর বিশ্বাস, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম পান্না, সামাজ সেবক ইউসুব আলী প্রমূখ। এসময় করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে সচেতন করেন এবং মাস্ক বিতরণ করেন। পরে তার পিতা মাতার কবর জিয়রত করেন।