শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় দুই থানায় আলাদা সাতটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত প্রায় ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। এসব মামলার মধ্যে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় হামলার ঘটনায় টোলা প্লাজা কর্তৃপক্ষ একটি, পুলিশ বাদি হয়ে একটিসহ দুটি মামলা করা হয়। এসব মামলায় প্রায় ১২ শ’ অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গত তিন দিনে পাঁচটি মামলা করা হয়। মামলাগুলোর মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা, আনসার ভিডিপি ক্যাম্পে হামলার ঘটনায় আনসার বাদি হয়ে একটি মামলা, পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে আরো একটি মামলা, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রার বাদি হয় একটি মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম পাঁচটি মামলা ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দুটি মামলা হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।