শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
করোনা সংক্রামন ভাইরাস কভিড-’১৯ এর দ্বিতীয় দফায় ভাণ্ডারিয়ায় বেড়েছে করোনার প্রভাব। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আট দিনে হাসপাতালে ৩১ জনের করোনা টেস্ট করানো হয়। এতে হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী সহ মোট ১০ জনের রেজাল্ট পজেটিভ আসে। সংক্রমিতদের মধ্যে দুই জন হাসপাতালে ভর্তি আছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হোমকোয়ারাইনটেনে রাখা হয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায় জানান, গত বছরের মার্চ মাসে এই সংক্রামন শুরু থেকে এ হাসপাতালে এ পর্যন্ত মোট ৯২৬জন টেস্ট করানো হয়। তার মধ্যে ১৪৫জন পজেটিভ ছিল।
এদিকে করোনা মোকাবেলায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় (১লা এপ্রিল) বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে উপজেলা সদরের ভাণ্ডারিয়া বাজার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং জনবহুল এলাকায় প্রচারনা মূলক মাইকিং করা হয়। এ ছাড়াও ভাণ্ডারিয়া বাজার সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় এবং পথচারিদের মাস্ক বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুুপুরে থানা পুলিশের সহায়তায় পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে আসন ব্যাবস্থা সিমীত করণ সহ মাস্ক ব্যাবহারে প্রচারনা মূলক মাইকিং করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। এ সময় বাজারের বিভিন্ন দোকান থেকে চার জনকে ৯০০/-টাকা জরিমানা আদায় করা হয়।