শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিলের উত্তোলনকৃত টাকা থেকে চাঁদা না দেয়ায় ৬৫ বছরের বৃদ্ধ আঃ খালেক খাঁনসহ পরিবারের ৫ জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
বৃদ্ধ আঃ খালেক খাঁনের পুত্র আইয়ুব আলী লিখিত অভিযোগে জানান, উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের আঃ আলী খানের বাড়ির জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রতি বছর দুই দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়। চলতি বছর ২৪ ও ২৫ মার্চ এ মাফিলের দিন ধার্য ছিল। কিন্তু ২য় দিন প্রধান বক্তা মাহফিলে না আসার ঘোষণা দেয়ার পর একই গ্রামের হোসেন আলীর পুত্র হায়দার আলী খান ও টুকু খান তাদের কাছে মাহফিলে উত্তোলনকৃত টাকা থেকে চাঁদা দাবী করেন। এঘটনায় তিনি হায়দার ও টুকুর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরীও করেন। এতে ক্ষিপ্ত হয়ে হায়দার আলী খান তাদের বিরুদ্ধে এলোপাথারী মারধরে হাতের আঙ্গুল ও বুকের হাড় ভাঙ্গার মিথ্যা অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আইয়ুব আলী আরও অভিযোগ করেন, হায়দার আলী মামলায় হাতের আঙ্গুল ও বুকের হাড় ভাঙ্গার অভিযোগ এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার কথা উল্লেখ করলেও তিনি ঘটনার দিন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অথবা প্রাথমিকভাবে কোন চিকিৎসা নেননি।