সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আডিটোরিয়াম সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন সেনাবাহীনির ক্যাপ্টেন মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সোলায়মান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মোফাজ্জেল হোসেন, জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জল, ছাত্র সমন্বয়ক সাদ রহমান, আমিনুল ইসলাম তানভীর, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ বসু, সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠু প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র সমন্বয়ক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৫ আগষ্টকে সামনে রেখে নাশকতা ঠেকাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের জানাতে আহ্বান জানানো হয়। সার্বক্ষনিক মন্দির পাহারাসহ বিভিন্ন গুরুত্বপূর্নস্থানসমূহে পাহারা বসানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।