শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে । “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুজাতিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহিন শরীফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিল্পী হালদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য তালুকদার আহমেদ মারুফ, যুব সংগঠক মোঃ কামাল হোসেন, নাসরিন সুলতানা রজি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অগ্রগতিতে যুবসমাজের অবদান অপরিসীম। প্রযুক্তি ও পরিবেশবান্ধব দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকেরা যেমন নিজের ভাগ্য বদলাতে পারে, তেমনি দেশের উন্নয়নেও রাখতে পারে বড় ভূমিকা।
পরে স্থানীয় ৭ জন উদ্যোক্তাদের মাঝে ১ লক্ষ টাকা করে ৭ লক্ষ টাকার চেক বিতরণ ও বিভিন্ন যুব প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।