শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি ও বেসরকারি সেবা সহজীকরণ ও নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে “ভাণ্ডারিয়া অ্যাপ”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে “ভান্ডারিয়া এখন হাতের মুঠোয়” এই স্লোগানে অ্যাপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন অফিস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, জরুরি যোগাযোগ, বাস-লঞ্চের সময়সূচী, উপজেলা পর্যায়ের সেবা সংক্রান্ত তথ্য সহজেই হাতের মুঠোয় পাবেন।
অনুষ্ঠানের কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আইসিটি অফিসার সত্যজিৎ অধিকারী, ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ বাকি বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ বাদশা জোয়াদ্দার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ আবু নাঈম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে এই অ্যাপ প্রযুক্তির মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।
অ্যাপটির নির্মাতা হাফেজ মোঃ মর্তুজা তানভির জানান, অ্যাপটি গুগল প্লে স্টোরে ‘ইযধহফধৎরধ অঢ়ঢ়’ নামে পাওয়া যাবে। অ্যাপ টি তৈরির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য সরকারি-বেসরকারি তথ্য ও সেবা এক প্ল্যাটফর্মে সহজভাবে তুলে ধরা। অ্যাপটি তৈরিতে স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই অ্যাপকে আরও আপডেট করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষের উপযোগী করে তোলা হবে।”