কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় কাউখালী কেন্দ্রীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান। এ সময় বক্তব্য রাখেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জামাল হোসেন, শিক্ষার্থী মাহফুজা আক্তার রশনি, মাইশা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন কাউখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস। আলোচনায় কয়েকজন শিক্ষার্থী তাদের মতামতে বলেন মাদ্রাসায় আসা-যাওয়ার পথে কিছু বখাটে ছেলে উগ্র আচরণসহ বিভিন্ন প্রকারের কুপ্রস্তাব দেয়। আলোচনায় উপস্থিত সকল শিক্ষার্থী একমত পোষণ করেন যে তাহারা বাল্যবিবাহ থেকে দূরে থাকবে। বাল্যবিবাহ প্রতিরোধে সকল প্রকার সহযোগিতা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোঃ সোলায়মান বলেন, কোন শিক্ষার্থীকে যদি বখাটে ছেলেরা উৎপাত করে তাহলে পুলিশকে জানালে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা নিয়মিত বিদ্যালয় আসা-যাওয়া করবে, লেখাপড়া করে মানুষের মত মানুষ হও। বাল্যবিবাহকে এড়িয়ে চলবে।