শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশন।
অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, শিক্ষানুরাগী জুলফিকার হায়দার, ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, অধ্যাপক মনোনয়ন হোসেন পলাশ, মাঞ্জুর এলাহী, মানবি দত্ত, সামিয়া ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে বিদ্যালয় ২৯, মাদ্রাসা ২০ এবং ভোকেশনাল ২ সহ মোট ৫১ জন শিক্ষার্থীদের মাঝ ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, বরং পুরো ভাণ্ডারিয়ার গর্ব। কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গেলে একদিন দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারবে। মাদক, সহিংসতা ও ভ্রান্ত পথে না গিয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হও।
এর আগে বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে
বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় স্থানীয় তরুণদের দুটি দল। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।