শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় ভাণ্ডারিয়ায় বুধবার রাত বিএনপি ও অঙ্গসংগঠন এর একাংশের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানাগেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহীদুজ্জামান লাভলু’র নেতৃত্বাধীন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা এবং অতিশীঘ্র পিরোজপুর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ও অপর এক চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেদ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশনায় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দশনা বলবত থাকবে। এ খবরে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একংশর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা শরিফ, পৈর বিএনপি নেতা হানিফ আল খলিফা, কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক ও ছাত্র দলের মোঃ উজ্জল প্রমূখ।