শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২৬ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি বদলিজনিত কারণে বিদায় নেওয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীনকেও সম্মান জানানো হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বলদিয়া ইউনিয়নের আদর্শ বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে বলদিয়া ইউনিয়নের প্রাথমিক শিক্ষা পরিবার।
২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার জসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ ইউআরসি’র ইন্সট্রাক্টর মো. শাহনেওয়াজ, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হেমায়েত গাজী।
পঞ্চবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. নাসরীন জাহানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাজেদুল হক সিতুল ও সহকারী শিক্ষিকা সাইমুন্নাহার লুচির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রূবি, বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসাইন, কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানসহ বলদিয়া ইউনিয়নের কর্মরত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। আবেগঘন পরিবেশে অনেক শিক্ষকই অনুভূতি প্রকাশকালে চোখের জল ধরে রাখতে পারেননি। তারা বলেন, জীবনের শেষ প্রান্তে এসে এতো সুন্দরভাবে বিদায় জানানো হবে তা তারা কল্পনাও করেননি।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবদান ও শিক্ষাক্ষেত্রে অবিচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেন এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও স্মরণীয় এক বিদায়ী আসর, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।