শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
আগেই প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তবে এবার এক মাসের জন্য পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিলেন তিনি।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। তা আরো বাড়ানোর কথা ভাবা হচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যেই ওড়িশা ও পঞ্জাবে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করে দেওয়া হয়েছে। এতে আরো সমস্যায় পড়তে হবে এই কর্মহীন মানুষদের। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এই লকডাউন জরুরি। জানা গেছে, এমন পরিস্থিতিতে আপনালয় নামের একটি সংস্থার মাধ্যমে সেই সব মানুষদের পাশে এ সাহায্য করবেন শচীন।
এই মহৎ কাজের জন্য টুইটারে শচিনকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। সেখানে তারা লিখেছে, ‘লকডাউনের সমস্যায় আপনালয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সচিনকে ধন্যবাদ। একমাসের জন্য প্রায় পাঁচ হাজার মানুষের র্যাশনের দায়িত্ব নিয়েছেন তিনি। আরও মানুষের আপনাদের সমর্থন দরকার।’
এই টুইটের জবাব টেন্ডুলকার বলেন, ‘আপনালয়াকে আমার শুভেচ্ছা ভালো কাজ করে যাওয়ার জন্য। দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ভালো কাজ চালিয়ে যাও।’
এর আগে চলতি বছরের মার্চেই ৫০ লাখ রুপি অর্থ দান করেন শচীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে ২৫ লাখ ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি অনুদান দেন তিনি।
সূত্র : এনডিটিভি