শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
করোনা আতঙ্কে শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরশহরের লক্ষিপুরা মহল্লার দুটি বাড়ী লকডাউন করে দিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বর,সর্দি কাশিসহ ফয়জর লাহারীর ছেলে মো.শামীম লাহারী (নইয়া ৪৫) সাতক্ষিরা থেকে এবং হাচান বাবুর্চি মেয়ের জামাতা হৃদয় ঢাকা থেকে বাড়ীতে গেলে করোনা আতঙ্কে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে অবহিত করলে প্রশাসন শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ী দুটিতে লাল পতাকা টানিয়ে লক ডাউন ঘোষনা করেন। এসময় ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক বিপুল চক্রবর্তী ও স্বাস্থ্য সহকারী ছিদ্দিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশরে দু’টি দল উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, পরিবার দু’টিকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটোকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে।
উল্লেখ্য লঞ্চ,বাসসহ সকল প্রকার গণপবিরহন বন্ধ থাকলেও কিছু মানুষ প্রতিদিন কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ্যম্বুলেন্স, এবং নৌপথে ট্রালারে করে গ্রামে যাচ্ছে।