শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
ভিক্ষুকের পক্ষে ফেসবুকে পোষ্ট দেয়ায়
সাংবাদিকের ওপর হামলা
ভিক্ষুক আআঞ্জুয়ারা। রংপুরের পীরগঞ্জে বাড়ি। ভাগ্যে ত্রাণ জোটেনি। সাংবাদিককে অনুরোধ জানালে তাকে নিয়ে ফেসবুকে পোষ্ট দিলে ত্রাণ মেলে ভিক্ষুক আঞ্জুয়ারার। কিন্তু সাংবাদিকের ভাগ্যে জুটলো মারধর, লাঞ্ছনা। মনিরুজ্জামান মনির, পীরগঞ্জ বিএমএসএফ’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
আজ রোববার তাকে পথে পেয়ে কেন ফেসবুকে পোষ্ট দিলো জানতে চায় ইলিয়াস নয়া নামের এক সন্ত্রাসি। এক দুই কথার মাঝে তাকে কিল ঘুষি, লাঠিপেটা করে ক্যামেরা মোবাইল ছিনিয়ে নেয়। জাতি হিসেবে আমরা কতইনা সচেতন!
চাউল চোর কর্তৃক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে তদন্তের দাবি করা হয়।
ভিক্ষুক আঞ্জুয়ারা ইলিয়াস নয়ার ভাতিজি বলে একটি সূত্র নিশ্চিত করেছে। জমাজমি ঠকিয়ে তাকে পথে বসিয়েছে আঞ্জুয়ারার পরিবারকে।