শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
তরিকুল ইসলাম: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক মাদ্রসা ছাত্রের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাণ্ডারিয়া উপজেলায় মোট ২ ব্যক্তির কাভিড-১৯ পজেটিভ পাওয়া গেলো। আজ সোমবাবর দুপুরে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করে জানান, শনাক্ত হওয়া এ তরুণ ঢাকার কেরানিগঞ্জ থেকে ভাণ্ডারিয়ায় ফিরেছে।
করোনায় আক্রান্ত হওয়া তরুণের (১৫) এর বাড়ী ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের নয়াখালী মাটিভাঙ্গা গ্রামে। সে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়া লেখা করত। জ্বর, সর্দি কাশি নিয়ে ১৫ এপ্রিল সে বাড়ীতে এলে ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য বরিশালে পাঠানো হয় এবং আজ সোমবার তার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান আক্রান্ত তরুণ বর্তমানে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তবে তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে। পাশা পাশি কোন বাড়ী না থাকায় শুধু মাত্র ওই পরিবারকে লক ডাউন ঘোষানা করা হয়েছে।