শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
ফেনীতে বৃদ্ধের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়েছেন এএসআই আলমগীর হোসেন। রোববার (১৯ এপ্রিল) রাতে পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে টাকা ফেরত দেয়া হয়।এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত রোববার সকালে শহরের চাঁড়িপুর এলাকার মাজারিয়া মসজিদ সংলগ্ন আহাদ মিয়া দু’জন শ্রমিক দিয়ে বাড়ি পরিচ্ছন্ন করছিলেন। টহলরত এএসআই আলমগীর হোসেন তাকে ডেকে শ্রমিক দিয়ে কাজ করানোর জন্য শাসিয়েছেন। এক পর্যায়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি-ধমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আহাদ মিয়া তাৎক্ষনিক ২০ হাজার টাকা দিয়ে ক্ষমা চান। ঘটনা জেনে আহাদ মিয়ার ভাতিজা আবদুল কাইয়ুম ফাহাদ সন্ধ্যায় পুলিশ সুপার খোন্দকার নুরূন্নবীকে বিষয়টি অবহিত করেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, বিষয়টি যাচাই-বাছাই করে সমাধানের জন্য মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনকে নির্দেশ দেন এসপি নূরুন্নবী। ঘটনার সত্যতা পেয়ে রাতেই আহাদ মিয়াকে থানায় ডেকে নেন ওসি। ওই সময় কাছে থাকা ১০ হাজার টাকা ফেরত দিয়ে ক্ষমা চান এএসআই আলমগীর। বাকি টাকাও পরে দিয়ে দেবেন তিনি।
আবদুল কাইয়ুম ফাহাদ টাকা ফেরতপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি রাতে থানায় সুরাহা হয়েছে। অন্যদিকে আজ ফেনী জেলা পুলিশের ফেইজবুক পেইজে দেয়া তথ্যে উল্লেখ করা হয় যে, ফেনীর মডেল থানার ওসি জানান, গতকাল রোববার এএসআই মো. আলমগীর হোসেন মধ্যম চাড়ীপুর গ্রামের আবদুল আহাদকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নেন বলে অভিযোগ পাওয়া যায়। পরবর্তী পর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন অফিসারের নজরে আসলে ওই এএসআই কে প্রত্যাহার করা হয় এবং পুলিশ লাইনে ক্লোজ করা হয়।