শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
কভিড-১৯ বা করোনাভাইরাসের তাণ্ডব কিছুতেই থামছে না। করোনা মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছ। শুধু তাই নয়, মৃতের সংখ্যা্ও বেড়ে চলেছে।গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৭৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৭ হাজার ৬৭০ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বুধবার ভোর সাড়ে ৪টায় পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ চিত্র এটি।
জানা গেছে, এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ১৮২ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৭ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত একদিনে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু দুটোই আমেরিকার। দেশটিতে ৮ লাখ ১৯ হাজার ১৬৮ জন মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৪৫ হাজার ৩৪০ জন।