শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
ফেনীতে গৃহবধুকে ধর্ষণ ও অর্থ আত্নসাৎ’র অভিযোগে মো. নজরুল ইসলাম টিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ফেনী পৌর এলাকার ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন রেনেসাঁ টাওয়ার এর ৭ম তলায় তার নিজ বাসা থেকে টিপুকে গ্রেপ্তার করে র্যাব। টিপু ওই টাওয়ারের মো. মোস্তফার ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, গত ৫ এপ্রিল শহরের পাঠানবাড়ি এলাকার এক গৃহবধুর সাথে প্রতারণা করে একাধিকবার ধর্ষন করে টিপু। এসময় ওই গৃহবধু থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় টিপু। পরে নির্যাতিতা গৃহবধূ ফেনীস্থ র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করে।
র্যাব আরো জানায়, অভিযোগের পর র্যাব অভিযান চালিয়ে রাতে ফেনী পৌর এলাকার ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন রেনেসাঁ টাওয়ার এর ৭ম তলায় তার নিজ বাসা থেকে আটক করে। পরে র্যাব আটক টিপুকে ওই গৃহবধুর মুখোমুখি করলে সে দোষ স্বীকার করে।
র্যাব আরো জানায়, আটককৃত আসামী টিপুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। ধর্ষণ ও অর্থ আত্নসাৎ’র ঘটনায় নতুন আরেকটি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে র্যাব।।
সুত্র মানবজমিন