কবিতা: এবার যদি বাঁচি,
কলমে: সুবীর সিকদার।
এ যাত্রা যদি বেঁচে ফিরি জনতার মাঝে
দুর্নীতি ছেড়ে মন দেব ভালো কাজে,
দেশের কল্যানে করে যাবো সকল কাজ
বুকে হাত রেখে এ ওয়াদা করি আজ।
এ যাত্রা যদি বেঁচে ফিরি দুখিনী মায়ের বুকে
মা-বাবাকে সর্বদা রাখবো আমি সুখে,
পরিবারের সবাইকে জড়িয়ে ধরে কাঁদব
ভালবাসার বন্ধনে সবাইকে বাঁধব।
এ যাত্রা যদি বেঁচে ফিরি নিজ-নিজ ঘরে
আদর্শ জীবন নিবো মোরা বরে,
অন্যায়-অধর্ম হয়, করবোনা কভু এমন কাজ
মনে-মনে এই ওয়াদা করি যেন আজ।
এ যাত্রা যদি বেঁচে ফিরি বিশ্ববাসীর দ্বারে
সকল ভালোবাসা দেবো উজাড় করে,
দেশে-দেশে যুদ্ধ, হিংসা- বিদ্বেষ আর ধ্বংশ,
এসব রোধের কাজে নেবো অংশ।
এ যাত্রা যদি বেঁচে ফিরে আবার ধর্ম কথা শুনাই
কপটতা ভুলে যেন সঠিক তথ্য জানাই,
সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে করি যেন ওয়াজ
বিশ্ববাসীর সম্মুখে, এই কথা দিলাম আজ।
এ যাত্রা যদি বেঁচে ফিরি মোরা নিজ-নিজ দেশে
অহংকার ভুলে গিয়ে, বলব কথা হেসে,
কারো মনে দেবনা ব্যাথা, হবোনা কষ্টের কারণ
আজকের ওয়াদা, রাখব সদা স্বরণ।