শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥ পিরোজপুরের কাউখালীতে করোনা ও রমজানকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চালের কৃত্তিম সংকট সৃষ্টি করে দিনদিন চালের দাম বাড়িয়ে দিচ্ছে। উপজেলা প্রশাসনের নজরদারি উপেক্ষা করে ৫০ কেজির প্রতি বস্তা চালে ৫০০-৭০০ টা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে। চালের বাজারে করোনার প্রভাব পড়েছে। চাল ব্যবসায়ীরা জানান মোকামে চালের দাম বৃদ্ধি ও অধিক পরিবহন খরচের কারনেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে জোড়া কুবতর, সুপার মিনিকেট, স্বর্ণা, নূরজাহান, চিনিগুড়া, দেশি মোটাসহ সকল প্রকার চালের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। ক্রেতা মুনছুর আলী (৪২) সহ আরও অনেকে জানান আমরা মধ্যবিত্ত পরিবারের লোক। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা গৃহবন্দি থাকায় আয় রোজগারের পথ বন্ধ হওয়ায় এই উচ্চমূল্যে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা আমাদের জন্য দুর্বিসহ হয়ে পড়েছে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।