শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥ পিরোজপুরের কাউখালীতে উপজেলা সদরের দক্ষিণ বাজারের সরকারী টল সেট ঘরের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে দক্ষিণ বাজার সরকারী টলসেট ঘরটিতে কিছু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দোকান উঠিয়ে ব্যবসা করে আসছে। তাদেরকে উপজেলা প্রশাসন বারবার নোটিশ করা সত্ত্বেও তারা স্থান ত্যাগ না করে বহাল তবিয়াতে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার কারণে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখার উপস্থিতিতে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন আসন্ন বর্ষা মৌসুমে ভ্রাম্যমান ব্যবসায়ীরা এই সরকারী টলসেটে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং জনসাধারণের স্বাচ্ছন্দে কেনাকাটার সুবিধার্থে এই অভিযান পরিচালনা করা হয়।