মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের পক্ষথেকে করোনা দুর্যোগে পিরোজপুর-১( পিরোজপুর-নাজিরপুর- স্বরুপকাঠী) আসনের তিনশত ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষার দুস্থ শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা বুট,মুশুরী ডাল, আলু ও সাবান। খাদ্য সামগ্রী বিতরণকালে পিরোজপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাদ উদ্দিন, পিরোজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মোঃ ফারুক আবদুল্লাহ,সেক্রটারী হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম।