শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
দুই দশক আগে ক্রিকেটবিশ্বে দুর্দান্ত এক দ্বৈরথ ছিল শচীন টেন্ডুলকার আর গ্লেন ম্যাকগ্রার মাঝে। দুই দুধর্ষ ক্রিকেটার একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই জিতে যেতেন শচীন। কারণ তার কাছে অসাধারণ এক অস্ত্র ছিল। সেই অস্ত্রের নাম ‘ধৈর্য’। এবার করোনার অবসরে শচীন টেন্ডুলকার শোনালেন ১৯৯৯ সালে অ্যাডিলেড টেস্টে গ্লেন ম্যাকগ্রার আগুনে বোলিংয়ের বিপক্ষে দ্বৈরথ জয়ের কাহিনি।
১৯৯৯ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচ ছিল অ্যাডিলেডে। শচীনের কথায়, ’প্রথম ইনিংসের খেলা মিনিট ৪০ বাকি ছিল। ম্যাকগ্রা ওই সময়ে ৫ কিংবা ৬ ওভার মেডেন করেছিল। ওদের রণনীতি ছিল, শচীনকে হতাশ করে দাও। তাই ৭০ শতাংশ বল যাচ্ছিল উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের কাছে। আর ১০ শতাংশ বল আমার ব্যাটের খুব কাছ দিয়ে যাচ্ছিল। বাকি যে বলগুলো অফস্টাম্পের বাইরে রাখছিল, তাতে ব্যাট ছোঁয়ালেই আউট হতাম।’
শচীন বলেছেন, ‘তাই বল ছাড়ছিলাম। বেশ কিছু বলে পরাস্তও হচ্ছিলাম। কিন্তু আমি ম্যাকগ্রাকে বলে যাচ্ছিলাম, ভাল বল। যাও, পরের বলটা করো। কারণ আমি এখন আউট হব না। পরের দিন সকালে পাল্টা আক্রমণ করি ম্যাকগ্রাকে। পর পর বেশ কয়েকটা চার মারতেই ম্যাকগ্রাদের পরিকল্পনা ধাক্কা খায়। আগের দিন বিকেলে ধৈর্য দেখিয়েছিলাম। সে দিন সকালে যে ভাবে চাই সে ভাবেই খেলতে পেরেছি। ম্যাকগ্রার মতো বোলারের বিপক্ষে ধৈর্যই ছিল আমার বড় অস্ত্র।’