শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোলার মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মনপুরার ইউএনও বিপুল চন্দ্র দাস।
তিনি জানান, তদন্তে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মনপুরা উপজেলার মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্ল্যাহ আলমগীরকে বর্তমান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সময় কারণ দর্শানো নোটিশে কেন চূড়ান্তভাবে তাকে পদ থেকে অপসারণ করা হবে না- তা ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট ডিসির মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়।
ইলিশের উৎপাদন বাড়াতে ভোলার মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার নদীতে দুই মাস ইলিশ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞার সময়ে সরকারিভাবে নিবন্ধিত প্রত্যেক জেলেকে চার মাসে ৪০ কেজি করে ১৬০ কেজি চাল দেয়ার কথা ছিল। এর মধ্যে ফেব্রুয়ারি-মার্চে ৮০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু ৩০ থেকে ৬০ কেজি করে চাল দেন ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর। এছাড়া ৮০ কেজি করে চাল দেয়া হচ্ছে এমন তালিকায় জোর করে জেলেদের টিপসই নেয়া হয়েছে।
সুত্র ডেইলি বাংলাদেশ