শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায়দের মাঝে পুষ্টিকর খাবার ও স্যানেটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে অসহায়দের মাঝে এসব সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, চিনি, পেয়াজ, সাবান ও মাস্ক ত্রাণ হিসেবে ১০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম।
তিনি বলেন, করোনার কারণে আজ সবাই দুর্বিসহ জীবন যাপন করিতেছে। অনেক পরিবারের সঠিকমত পুষ্টিকর খাবার পাচ্ছে না।
এসময় তিনি সমাজের বিত্তবাণদের এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলাল হোসেন ।