শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
মোঃ দেলোয়ার হোসেন নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
প্রাণঘাতিক (কোভিড ১৯) সক্রামন করোনা ভাইরাস আতংকে সাধারণ মানুষ। ইরিবোর মৌসুমে ধান কাটা কৃষি যন্ত্রপাতি ৫টি মেশিন) ৪টি ইউনিয়নের প্রান্তিক কৃষক হাতে বিতরণ করেছেন ।
মঙ্গলবার নাজিরপুর উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্তরে, ভর্তৃকিমূল্য কৃষি যন্ত্রপাতি ধানকাটা (মেশিন) কৃষকের হাতে বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাম্মদ ওবায়দুর রহমান,কৃষি কর্মকর্তা দ্বীগবিজয় হাজরা,ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীগবিজয় হাজরা জানান,মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম তিনি বলেছেন বেশী করে প্রান্তিক চাষীদের মাঝে সরকারী উন্নয়ণ সহায়তার আত্তায় সরবরাহ কৃত কৃষি অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় থেকে ভর্তুকিমূল্য কৃষি যন্ত্রপাতি সরবরাহ করুন। কৃষক ও চাষী উপকৃতি হবে। তিনি আরো জানান ১টি কৃষি ধানকাটা যন্ত্রপাতির মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা । সরকার ভর্তুকি দিচ্ছে ৯০ হাজার টাকা। মোট ৫টি ধানকাটা যন্ত্রপাতি (মেশিন) ৪টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে।