মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে মেয়েকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে সারোয়ার (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কশিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে একই ঘরে মা-বাবা এবং মেয়ে ঘুমিয়ে পড়েন। মা এবং মেয়ে খাটের ওপরে এবং বাবা মেঝেতে ছিলেন। গভীর রাতে বাবা ধর্ষণ চেষ্টা করলে মেয়ে চিৎকার দেন। মেয়ের চিৎকারে মা ও চিৎকার দিতে থাকেন। এসময় প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর বাবাকে আটক করে পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, অভিযুক্ত বাবাকে পুলিশ আটক করে নিয়ে আসে।
বুধবার দুপুরে ওই ব্যক্তিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।