মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
করোনা ভাইরাসে গৃহবন্দী পিরোজপুর শহরের বিভিন্ন এলাকার সকল স্তরের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক শিক্ষক নেতা আলমগীর হোসেন। দুঃস্থ্য, অসহায়, খেটে খাওয়া মানুষের জন্য চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মানুষের দ্বারে দ্বারে পৌছে দিচ্ছেন। আলমগীর হোসেনের প্রেরিত এসব খাদ্যসামগ্রী পিরোজপুর জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা জাসাসের নেতৃবৃন্দরা ২য় ধাপে পাঁচশত কর্মহীন দরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে পৌছে দেন। এ প্রসঙ্গে আলমগীর হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক-নির্দেশনায় পিরোজপুর শহরের বিভিন্ন এলাকার দল, মত, ধর্ম ও বর্ন নির্বিশেষে সকলের পাশে দাড়ানোর লক্ষেই আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ও সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।