শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
ঈদে নতুন জামা কেনার টাকা করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ শিশুদের সহযোগীতায় জেলা প্রশাসকদের হাতে টাকা তুলে দিলো ৯ জন শিশু শিক্ষার্থী। রোববার দুপুরে জেলা প্রাসকের কার্যালয়ে পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্লে থেকে ৫ম শ্রেণির ৯ জন শিক্ষার্থী তাদের ঈদের নতুন জামা কেনার ১০ হাজার ২০০ টাকা তুলে দেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের হাতে বলে জানান পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাদিরুল মুক্তাদির।
দাতা শিশু শিক্ষার্থীরা হলো তাজরিন জাহান রজনী, জেরিন আরফিন, আরাফাত হোসেন রাইয়ান, সৈয়দ আলমান রহমান সিয়াম, আহমেদ রিয়ান রহমান, সামিয়া সুলতানা রিমি, নাসরুল্লাজ ইসলঅম রিজুয়ান, নুহা ইসলাম ও আহনাফ আবিব তানজিম
দুর্গত শিশুদের প্রতি এই শিশুদের সহানুভূতি প্রশংসা করে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, এদের কাছ থেকে সকলের শিক্ষা নেয়ার সুযোগ রয়েছে। এই দুঃসময় শিশুরাও যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ঘটনা দেখে বিত্তবানদের উচিত এগিয়ে আসা।
এ সময় শিক্ষার্থীরা হাতে গেøাভস এবং মুখে মাস্ক পরিহিত অবস্থায় শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। টাকা হস্তান্তরের সময় উপস্থিতি ছিলেন পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাদিরুল মুক্তাদির এবং শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিবাবকরা।