শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ডা: রফিকুল কবির লাভলুর সহযোগীতায় পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি ও তার অংগসংগঠনের দুই শত নেতা কর্মিদের মাঝে আজ রবিবার উপহার সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির জনপ্রিয় নেতা ম.মহিউদ্দিন খান দিপু। উপজেলার বিশ্বরোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ভান্ডারিয়া পৌর বিএনপির নেতা ওয়াসিম মন্নান উৎপল বলেন- উপজেলা বিএনপির মাধ্যমে পর্যায় ক্রমে আরো ৫ হাজার নেতা -কর্মি ও অসহায় র্কমহীন পরিবারকে সহযোগিতা করা হবে।
জেলা যুবদলের সংগ্রামী নেতা রফিকুল ইসলাম বাবু বলেন, ডা: রফিকুল কবির লাভলু ও ম.মহিউদ্দিন খান দিপু এর নেতৃত্বে পরবর্তি দাপের নিত্য প্রয়োজনিয় উপহার সামগ্রী তালিকা করে বিএনপির নেতা কর্মির বাড়ি ও অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে।